“সব কিছু হারিয়ে পাগল প্রায়”
জয়পুরহাট সদরের আটঠোকা গ্রামের গরু ব্যাবসায়ী মিল্লাত হোসেন আগুনে সবকিছু হারিয়ে পাগল প্রায়।
দিনমজুর মিল্লাত কিছু টাকা জমিয়ে গরু ব্যাবসা শুরু করেছিলেন। সেই ব্যাবসা বড়ও হয়েছিল প্রতি হাটে ১০/১২ টি গরুও বিক্রিও হতো। দেশের বিভিন্ন অঞ্চল থেকে গরু এনে জয়পুরহাট ও পাঁচবিবি তে বিক্রি করেন। গত মঙ্গলবার সবচাইতে বড় গরুর হাট পাঁচবিবিতে পাচঁটি গরুও বিক্রি করেন এবং বিক্রির ৬ লক্ষ টাকা ঘরে রেখে রাতের খাবার খাওয়ার আগেই গোয়ালঘরের দিকে আগুন দেখতে পান এবং সেই আগুন নিমিষেই ছড়িয়ে পড়ে পুরো বাড়িতে। জীবন রক্ষা হলেও সেদিন রাতে আগুনে পুরে যায় ঘরবাড়ি, টাকা পয়সা, গরু, ঘরের জিনিসপত্র সব কিছুই।
অসহায় মানুষটি এখন খোলা আকাশের নিচে বাচ্চা, পরিবার নিয়ে এক নিদ্রাহীন দিন কাটাচ্ছে।
আসুন, এই পথে বসা মানুষটার একটু ঠাঁই গোজার ব্যাবস্থা করে দিতে পাশে দাড়াই।
For your Donation:
etransfer or PayPal – help.bibek@gmail.com
bkash / Nagad – +8801785044921